ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের (ইউএনএইচসিআর) অফিস খোলার সিদ্ধান্ত থেকে সরে আসতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান বলেন, জনগণ দায়িত্বজ্ঞানহীন এ মানবাধিকার সংস্থার অফিস ঢাকায় দেখতে চায় না।
বিবৃতিতে হেফাজতের শীর্ষ নেতারা উল্লেখ করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে একাধিক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে এবং জাতিসংঘের মানবাধিকার কমিশন সেগুলোর বিরুদ্ধে উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। নেতারা জাতিসংঘের পক্ষ থেকে সম্প্রতি শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার সমালোচনা করেন।
নেতারা আরও বলেন, জাতিসংঘের মানবাধিকার নীতিতে এলজিবিটিকিউ সম্প্রদায়ের অধিকারসহ নারী-পুরুষ সমানাধিকার এবং সর্বজনীন যৌনশিক্ষার ইস্যুগুলো রয়েছে, যা বাংলাদেশে ধর্মীয়, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে অগ্রহণযোগ্য। নেতারা মনে করেন, জাতিসংঘের এমন নীতি বাংলাদেশের সংস্কৃতি ও ইসলামিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।
পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠার আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়েও উদ্বেগ প্রকাশ করে হেফাজত নেতারা বলেন, সেখানে সন্ত্রাসী তৎপরতার দায় সন্ত্রাসীদের নিতে হবে। জাতিসংঘ সন্ত্রাসীদের পক্ষ নিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে বলেও অভিযোগ করেন তারা।
বিবৃতিতে হেফাজত নেতারা আরও বলেন, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার সিদ্ধান্ত আত্মঘাতী হবে এবং দেশের অস্থিতিশীলতা বাড়াবে, যা অন্তর্বর্তী সরকারকে দুর্বল করবে। নেতারা পশ্চিমা সাম্রাজ্যবাদের প্রভাবে থাকা এ সংস্থার অফিস বাংলাদেশে খুলতে না দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।