সূত্র: তাস
রাশিয়া ও ইরানের মধ্যে সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি শিগগিরই চূড়ান্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার মিনস্কে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক ইউরেশিয়ান সুরক্ষা সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি এ ঘোষণা দেন।
ল্যাভরভ বলেন, এই চুক্তির মাধ্যমে রাশিয়া ও ইরানের সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং প্রতিরক্ষা, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার প্রতিশ্রুতি নির্ধারণ করা হবে।
তিনি জানান, গত ২৩ অক্টোবর কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৈঠকে এই চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়। রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালিও জানিয়েছেন, ইরানি প্রেসিডেন্টের রাশিয়া সফরের সময় চুক্তিটি স্বাক্ষরিত হবে।
বিশ্লেষকদের মতে, এই চুক্তি আঞ্চলিক ও বৈশ্বিক স্তরে রাশিয়া-ইরানের প্রতিরক্ষা সহযোগিতা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারে। এটি ইউরেশিয়ান অঞ্চলে শান্তি ও নিরাপত্তা স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনাও রয়েছে।