বাংলাদেশে সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর প্রশাসন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এ পরিবর্তনের অংশ হিসেবে আগামী বছরের প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন ঘটতে যাচ্ছে।
নতুন পাঠ্যপুস্তকে যুক্ত হবে জুলাই মাসের গণঅভ্যুত্থানের গ্রাফিতি, যা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন। এদিকে, বইয়ের প্রচ্ছদ থেকে বাদ পড়ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত উক্তি।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান জানিয়েছেন, ইতিহাসে যার যেভাবে ভূমিকা ছিল, তা সেভাবেই সন্নিবেশিত করা হবে। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাসে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের অবদানকে নতুনভাবে উপস্থাপন করা হবে।
এ পরিবর্তন শিক্ষার্থীদের কাছে দেশের ইতিহাসের একটি সাম্য ও সঠিক চিত্র তুলে ধরবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
তিনি আরও বলেন, আগামী বছরের পাঠ্যপুস্তক ২০২৪ সালের বিদ্যমান পাঠ্যক্রমে নয় বরং ২০১২ সালের পাঠ্যক্রমে হচ্ছে।
হাসান বলেন, ‘যে কারিকুলামটা বিদ্যমান ছিল ২০২৪ এর জন্য সেটাতে না গিয়ে ২০২৫ সালের জন্য ২০১২ সালের কারিকুলাম অনুযায়ী পাঠ্যপুস্তক প্রণীত হচ্ছে, যেটা ২০২২ সালে সর্বশেষ গিয়েছিল।’বিভিন্ন শ্রেণির বেশ কিছু পাঠ্যপুস্তকে দেশের গণঅভ্যুত্থানের চেতনার প্রতিফলন থাকবে। আরও যে কয়েকটি পরিবর্তন আনা হচ্ছে তা নিয়েই বিবিসি বাংলার এ লেখা।
যুক্ত হচ্ছে গণঅভ্যুত্থানের গ্রাফিতি
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গড়ে ওঠা শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল দাবি একসময় সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেয়।