.jpeg)
সীমিত পরিসরে উন্মুক্ত হচ্ছে ৫জি। গ্রামীণফোন দেশের ৮টি বিভাগীয় শহরে ৫জি চালু করবে ২৯ সেপ্টেম্বর থেকে। প্রাথমিকভাবে গুলশান জিপিসি, বিটিআরসি অফিস, আইইবি (ঢাকা), বুয়েট ভবন, মিরাবাজার (সিলেট), কলাতলী (কক্সবাজার), খুলনা, ময়মনসিংহ গ্রামীণফোনের আঞ্চলিক অফিস, রাজশাহী আলুপট্টি মোড়, রংপুর নিউমার্কেট (সিটি কর্পোরেশন, পায়রা চত্বর), চট্টগ্রাম পাহাড়তলী এবং কুমিল্লা গ্রামীণফোনের আঞ্চলিক কার্যালয় সহ আরও কিছু স্থানে ৫জি সেবা পাওয়া যাবে আশা করা যাচ্ছে।
গত ২৬শে জুলাই গ্রামীণফোন ঢাকা এবং চট্টগ্রামে ৫জি ট্রায়াল পরিচালনা করে। ইন্টারনেটের গতি সিলেট এবং খুলনায় ৬০০ এমবিপিএস-এ পৌঁছে যা 4G-এর তুলনায় ১০ গুণ বেশি এবং ঢাকায় ১০০০ এমবিপিএস-এ গতি রেকর্ড করা হয়েছিল। ৫জি ইন্টারনেটের মান ও গতি ঠিক থাকলে অনেক কিছুই পাল্টে যাবে, নিঃসন্দেহে এটা হবে আমাদের জন্য অনেক বড় পাওয়া।