শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে খাবারের সন্ধানে আমন ধান খেতে তাণ্ডব চালাতে এসে একটি বন্যহাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে সীমান্তের বাতকুচি রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও বন বিভাগ জানিয়েছে, বন্যহাতির দল প্রায়শই সীমান্তের পাহাড়ি গ্রামগুলোতে ধানক্ষেতে তাণ্ডব চালায়। এর ফলে কৃষকরা ফসল রক্ষায় ক্ষেতে বৈদ্যুতিক লাইটের ব্যবস্থা করে রাখেন, যাতে হাতির দল ভয় পেয়ে ক্ষেতে না আসে।
বৃহস্পতিবার রাতে প্রায় অর্ধশত হাতির একটি দল ধান ক্ষেতে নামে। তাণ্ডবের সময় একটি হাতি পাশের বৈদ্যুতিক তারে স্পর্শ করলে ঘটনাস্থলেই মারা যায়। বাকি হাতিরা সেখানে তাণ্ডব চালাতে থাকে, ফলে হাতিটিকে উদ্ধার করতে কেউ সাহস করেনি।
এ ঘটনার পর শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেক খান জানিয়েছেন, জেনারেটরের বিদ্যুৎ সংযোগ দিয়ে হাতিটিকে হত্যার ঘটনায় শহিদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। এছাড়া জড়িত অন্যদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।