ঢাকা, ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

তাহসানের মা অধ্যাপক জিন্নাতুন নেছা ইসি গঠনে সার্চ কমিটির সদস্য

বিনোদন | বিনোদন ডেস্ক

(১ মাস আগে) ১ নভেম্বর ২০২৪, শুক্রবার, ২:৩২ অপরাহ্ন

banglahour

বাংলাদেশের বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খানের মা অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম নির্বাচন কমিশন (ইসি) গঠনে ছয় সদস্যের সার্চ কমিটিতে স্থান পেয়েছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে অন্তর্বর্তীকালীন সরকার এ কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

অধ্যাপক জিন্নাতুন নেছা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অষ্টম চেয়ারম্যান ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে সম্মান ও ১৯৬৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করার পর, তিনি ১৯৭৭ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

সার্চ কমিটির অন্যান্য সদস্যরা হলেন— হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

অতীতে বিসিএস প্রশ্নফাঁসের ঘটনায় অধ্যাপক জিন্নাতুন নেছা বিতর্কিত হন। ২০০২ সালে তিনি পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২৪তম বিসিএসে প্রশ্নফাঁস কেলেঙ্কারি ঘটে, যা দেশব্যাপী আলোড়ন তোলে। সেই পরীক্ষায় পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তাহসান খান। পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে জানা যায়, তাহসানের বিরুদ্ধে প্রচারিত তথ্য ছিল ভুল।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com