ঢাকা, ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

আইপিএলে অধিনায়ক ছাঁটাইয়ের হিড়িক, নিলামে উঠছেন শ্রেয়াস আইয়ারসহ পাঁচজন

খেলা | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ১ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৩:৩৪ অপরাহ্ন

banglahour

সবশেষ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জিতিয়েও আইপিএল অধিনায়কত্ব হারিয়েছেন শ্রেয়াস আইয়ার। আসন্ন নিলামের আগে তাকে রিটেইন প্লেয়ার তালিকায় রাখেনি কেকেআর। শুধু আইয়ারই নন, দশটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে পাঁচটির অধিনায়কই এবার বাদ পড়েছেন।  

এই তালিকায় রয়েছেন লখনউ সুপার জায়েন্টস অধিনায়ক লোকেশ রাহুল, যাকে গত আসরে মাঠেই মালিক সঞ্জীব গোয়েঙ্কা বকাঝকা করেছিলেন। ফলে তার বাদ পড়া একপ্রকার প্রত্যাশিত ছিল। এ ছাড়াও নেতৃত্ব থেকে ছাঁটাই করা হয়েছে দিল্লির ঋষভ পান্ত, বেঙ্গালুরুর ফাফ ডুপ্লেসি ও পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ানকে।

ফাফ ডুপ্লেসি বেঙ্গালুরুর প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় তার নেতৃত্ব বাদ দেওয়া হয়েছে। দিল্লি ক্যাপিটালস সাফল্যের জন্য নতুন নেতৃত্বের দিকে ঝুঁকেছে। এর আগে কোচ সৌরভ গাঙ্গুলিকে ছাঁটাইয়ের পর এবার অধিনায়কত্ব থেকেও বাদ দেওয়া হলো ঋষভ পান্তকে।

এভাবে পাঁচ অধিনায়ক বাদ পড়ার পর আসন্ন আইপিএল নিলামে তোলা হবে তাদের। সেখানে দলগুলোর পছন্দ অনুযায়ী নতুন দলে জায়গা পেতে পারেন ঋষভ পান্ত, কে এল রাহুল ও শ্রেয়াস আইয়ার।

আইপিএলের এই নিলামটি অনুষ্ঠিত হবে আগামী নভেম্বরের শেষের দিকে। এই নিলামে দলগুলো ঠিক করবে কোন ক্রিকেটারকে কত টাকায় দলে ভেড়ানো হবে।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com