সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর একটি অভিযানিক দল ৫৯৬ বোতল বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে। শনিবার র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার, সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল সলুকাবাদ ইউনিয়নের উত্তর কাপনা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়। অভিযানের সময় মাদককারবারিরা পালিয়ে যায়।
এ ঘটনায় মাদক ব্যবসার অভিযোগে উত্তর কাপনা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মিরাজুল ইসলাম এবং অজ্ঞাতনামা ৮-৯ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে র্যাব।