ঢাকা, ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ঢাকার ডেমরায় সড়ক খোঁড়ার কাজে সমন্বয়হীনতায় জনদুর্ভোগ, সওজের ক্ষতি ৪ কোটি ৫০ লাখ টাকা

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ২ নভেম্বর ২০২৪, শনিবার, ১২:১৭ অপরাহ্ন

banglahour

রাজধানীর ডেমরার মাতুয়াইল নিউ টাউন এলাকার বাদশা মিয়া সড়কে ভূগর্ভস্থ বৈদ্যুতিক কেবল স্থাপনের কাজ ধীরগতিতে চলছে, যা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অপরিকল্পিতভাবে সড়ক খোঁড়ার কারণে প্রতিদিন শিক্ষার্থী ও সাধারণ মানুষ যানজটে ভুগছেন। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ অভিযোগ করেছে, সড়ক খোঁড়ার জন্য ডিপিডিসি তাদের কাছ থেকে অনুমোদন নেয়নি, যা নিয়ম লঙ্ঘন।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) বাদশা মিয়া সড়কে ১১ হাজার কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ভূগর্ভস্থ কেবল স্থাপনের কাজ করছে। ডিপিডিসি দাবি করছে, তারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রকৌশল বিভাগ থেকে অনুমতি নিয়েছে। কিন্তু সওজের উপবিভাগীয় প্রকৌশলী বায়েজিদ বাঙ্গালী বলেন, এই সড়ক সওজের অধীনে, এবং ডিএসসিসি থেকে অনুমতি নেওয়া হলেও তা বৈধ নয়।

সরেজমিনে দেখা যায়, ১ কিলোমিটার দীর্ঘ সড়কটির মাত্র ৪০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে, যদিও ডিএসসিসি ডিপিডিসিকে ১৫ দিনের মধ্যে কাজ শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছিল। এদিকে, সওজের দাবি অনুযায়ী, ডিপিডিসির এই সমন্বয়হীন কাজের কারণে সড়কটির প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ডেমরা থানায় সাধারণ ডায়েরি করেছে সড়ক বিভাগ। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, সমন্বয়ের অভাবের কারণে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। উভয় পক্ষ সমঝোতায় না এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডিএসসিসির উপসহকারী প্রকৌশলী মো. লিংকন হাসান বলেন, ডিপিডিসি অনুমতি নিয়েছে, তবে সওজের আপত্তির বিষয়টি ঊর্ধ্বতনদের জানানো হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com