ঢাকা, ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

খেলা | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ২ নভেম্বর ২০২৪, শনিবার, ১২:১৮ অপরাহ্ন

banglahour

নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফজয়ী দলের ২৩ জন নারী ফুটবলার।

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সংবর্ধনায় যোগ দিতে সকাল সাড়ে ১০টায় যমুনায় পৌঁছায় সাফজয়ী দল। তাদের সঙ্গে ছিলেন প্রধান কোচ পিটার বাটলার ও দলের ম্যানেজার মাহমুদা অনন্যা। তবে এ সংবর্ধনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কোনো কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়নি।

এর আগে গত বুধবার কাঠমান্ডুতে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে পরাজিত করে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে বাংলাদেশ। এরপর বৃহস্পতিবার তারা দেশে ফিরে আসে এবং ছাদখোলা বাসে বাফুফে ভবনে পৌঁছায়। সেখানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাদের ফুল দিয়ে বরণ করেন এবং পুরস্কার হিসেবে এক কোটি টাকা প্রদান করেন।

সাবেক সরকারের আমলে বাফুফে কর্মকর্তারা নারী দলের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিলেও এবার শুধুমাত্র সাফল্য অর্জনকারী ফুটবলারদের কাছ থেকেই প্রধান উপদেষ্টা তাদের অর্জনের গল্প শুনেছেন।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com