ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক। এই প্রত্যাশার পারদ আরও বেড়েছে এ কারণে যে স্বৈরতান্ত্রিক সরকারের আমলে মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল। এটি মুদ্রার এক দিক। অপর দিক হলো বিগত সরকারের আমলে বঞ্চিত ছিল—এ যুক্তি দেখিয়ে অনেক মহল নানা দাবি নিয়ে হাজির হয়েছে। সরকারের দেখার বিষয় সত্যিকারভাবে কারা বঞ্চিত ছিল আর কারা ক্ষমতার পালাবদলের সুযোগে আত্মস্বার্থ উদ্ধারে সচেষ্ট।
যেকোনো দায়িত্বশীল সরকারের কর্তব্য হলো জনগণের জানমালের নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা ও মানুষের দৈনন্দিন সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা। সে কাজ অন্তর্বর্তী সরকার কতটা ভালোভাবে করতে পেরেছে, এ প্রশ্নও উঠেছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো উদ্বেগজনক। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। কোথাও কোথাও সেনাক্যাম্প বসানোর পরও জনজীবনে নিরাপত্তা ফিরে আসেনি। ঢাকাতেই ছিনতাইকারী ও ডাকাতেরা বেপরোয়া হয়ে উঠেছে। অন্যদিকে কোনো কোনো দলের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করেও আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। অশান্ত পাহাড়ে থেমে থেমে সংঘাতের ঘটনা ঘটছে।
জাতীয় পার্টির কর্মসূচি ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। জাতীয় পার্টি নিয়ে কারও অভিযোগ থাকলে আইনের আশ্রয় নিতে পারতেন। কিন্তু সেটি না করে ছাত্র-শ্রমিক–জনতার ব্যানারে কিছু লোক জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এটাই শেষ নয়, পরদিন খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এভাবে অন্য সংগঠনের কর্মসূচি বন্ধ করা কিংবা কার্যালয়ে হামলার ঘটনা গ্রহণযোগ্য নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যাঁরা জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, তাঁরাও বলেছেন, সেখানে কোনো কর্মসূচি নেওয়া হয়নি। কোনো পক্ষ অতি উৎসাহী হয়ে পরিস্থিতি উত্তপ্ত করতে চায় কি না, সে ব্যাপারে সরকারকে সতর্ক থাকতে হবে এবং তা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনি প্রক্রিয়ায় সেটি নিরসন করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না কোনোভাবেই।
মানুষ সরকারের ওপর তখনই আস্থা রাখবে, যখন দেখবে তাদের নিত্যদিনের সমস্যা ও নিরাপত্তা বিধানে কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়া হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের পরিবারকে সহায়তা করা এবং যাঁরা আহত হয়েছেন, তাঁদের সুচিকিৎসার ব্যবস্থা করা সরকারের নৈতিক দায়িত্ব। শনিবার জুলাই–আগস্ট স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩০০ পরিবারকে সহায়তা দেওয়ার দৃষ্টান্তটি ভালো। অবিলম্বে গণ-অভ্যুত্থানে শহীদদের তালিকাটাও পূর্ণাঙ্গ করা জরুরি।
শুরু থেকে সরকারের কার্যক্রমে একধরনের সমন্বয়হীনতা লক্ষ করা গেছে। যেকোনো বিষয়ে একবার সিদ্ধান্ত নিয়ে সেটা আবার বদল বা সংশোধন করার মধ্যে সরকারের অস্থিরতারই প্রকাশ। সাত কলেজের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছিল, সে বিষয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভিন্নমত পোষণ করেছে। তাহলে এই সমস্যার সমাধান কী করে হবে?
বর্তমান সরকার জুলাই–আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের ফসল। এই অভ্যুত্থানের নেতৃত্বে ছিল ছাত্রসমাজ এবং রাজনৈতিক দল ও সশস্ত্র বাহিনীর সমর্থনে তা সফল পরিণতি পায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সব পক্ষের মধ্যে কতটা সমন্বয় আছে, তা প্রশ্নসাপেক্ষ। নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে সব বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা জরুরি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন, এমন দুজন সরকারে রয়েছেন। এমন বাস্তবতায় ভিন্ন কোনো দাবি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাঠে থাকা বা নামার বিষয়টি প্রত্যাশিত নয়। নিজেরা আলাপ করেই বিষয়গুলো ঠিক করা যায়। তা না হলে জনগণের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। বর্তমান পরিস্থিতি এই পক্ষগুলো পারস্পরিক সমঝোতা ও সমন্বয়ের মধ্য দিয়ে সিদ্ধান্ত নেবে, এটাই প্রত্যাশিত।
সম্পাদকীয়