ঢাকা: দৈনন্দিন জীবনে ওয়াই-ফাই এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অফিস থেকে বাসা—প্রায় সব জায়গাতেই ওয়াই-ফাই সংযোগের ওপর নির্ভরশীল আমরা। কারণ মোবাইল ইন্টারনেটের ডেটা প্যাকের মূল্য যেমন বেশি, তেমনি এর গতিও ততটা সন্তোষজনক নয়। তাই অধিকাংশ বাসাবাড়িতেই দেখা যায় ওয়াই-ফাই সংযোগ।
তবে ওয়াই-ফাইয়ের এত সুবিধার মাঝে একটি সমস্যাও আছে, আর তা হলো পাসওয়ার্ড। কখনো কখনো পাসওয়ার্ড ভুলে গেলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। যেমন, বাড়িতে কেউ বেড়াতে এসে যদি ওয়াই-ফাই পাসওয়ার্ড চায়, আর আপনি সেটা মনে করতে না পারেন, তবে অস্বস্তি হতেই পারে।
এই সমস্যার সহজ সমাধান রয়েছে। বিভিন্ন ডিভাইসে ওয়াই-ফাই পাসওয়ার্ড পুনরুদ্ধারের কিছু সহজ পদ্ধতি নিচে তুলে ধরা হলো:
গুগল পিক্সেল ফোনে -
গুগল পিক্সেল ব্যবহারকারীরা সহজেই তাদের ওয়াই-ফাই পাসওয়ার্ড ফিরে পেতে পারেন। প্রথমে সেটিংসে যান, তারপর নেটওয়ার্ক ও ইন্টারনেট অপশনে ক্লিক করুন। ওয়াই-ফাই নেটওয়ার্কের পাশে থাকা গিয়ার আইকনে ট্যাপ করলে একটি স্ক্রিন খুলবে। সেখান থেকে "শেয়ার" অপশনে ক্লিক করে আইডেন্টিটি কনফার্ম করলে একটি কিউআর কোড দেখা যাবে, যার মাধ্যমে পাসওয়ার্ড পুনরুদ্ধার করা সম্ভব।
স্যামসাং গ্যালাক্সি ফোনে -
স্যামসাং গ্যালাক্সি ব্যবহারকারীদের জন্য পদ্ধতিটি কিছুটা ভিন্ন। প্রথমে সেটিংস মেনুতে যান, তারপর "কানেকশনস" এবং সেখান থেকে "ওয়াইফাই" অপশনে যান। ওয়াইফাই নেটওয়ার্কের গিয়ার আইকনে ক্লিক করে "i" আইকনে ট্যাপ করুন। এরপর আইডেন্টিটি কনফার্ম করলে সহজেই পাসওয়ার্ড দেখা যাবে। অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রেও একই পদ্ধতিতে পাসওয়ার্ড পাওয়া যেতে পারে।
আইফোনে -
আইফোন ব্যবহারকারীদের জন্য পাসওয়ার্ড পুনরুদ্ধার বেশ সহজ। মেনুতে "সেটিংস" অ্যাপে গিয়ে ওয়াইফাই অপশনে ক্লিক করুন। এরপর "ওয়াইফাই সেটিংসে" গিয়ে "পাসওয়ার্ড" অপশনে ট্যাপ করলেই পাসওয়ার্ড দেখা যাবে। শুধু পাসকোড বা ফেস আইডি দিয়ে কনফার্ম করলেই হবে।
এই সহজ পদ্ধতিগুলো অনুসরণ করে ভুলে যাওয়া ওয়াই-ফাই পাসওয়ার্ড পুনরুদ্ধার করা সম্ভব, আর তাতে বিব্রতকর পরিস্থিতি এড়ানোও সহজ হবে।