আজকাল স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু ফোন বারবার হ্যাং হলে তা হয়ে ওঠে বিরক্তিকর ও সমস্যাজনক। এমন পরিস্থিতি এড়াতে কী করবেন? আসুন জেনে নিই সহজ কিছু সমাধান।
কম ব্যবহৃত অ্যাপ আনইনস্টল করুন
আপনার ফোনে থাকা অপ্রয়োজনীয় বা কম ব্যবহৃত অ্যাপগুলো মুছে ফেলুন। অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ যত বেশি ফাঁকা থাকবে, ফোন তত ভালোভাবে কাজ করবে।
একাধিক অ্যাপ একসঙ্গে খুলবেন না
কাজ করার সময় একাধিক অ্যাপ পেছনে চালু রাখবেন না। এতে ফোনের র্যাম চাপের মুখে পড়ে এবং ফোন হ্যাং করার সম্ভাবনা বেড়ে যায়।
অপ্রয়োজনীয় ফাইল ও মিডিয়া মুছে ফেলুন
ফোনের মেমোরিতে থাকা অপ্রয়োজনীয় ফাইল, ছবি বা ভিডিও ডিলিট করুন। ফাইল ম্যানেজারের মাধ্যমে পুরনো বা অপ্রয়োজনীয় কনটেন্ট সরিয়ে দিন।
ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করুন
ফোনের ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপগুলো বন্ধ করতে ভুলবেন না। অ্যাপ বন্ধ করার পর ট্যাবগুলোও ক্লিয়ার করুন।
এই সহজ উপায়গুলো অনুসরণ করলে আপনার স্মার্টফোনের হ্যাং হওয়া সমস্যা অনেকটাই কমে যাবে। তাই বাড়তি টেনশন না নিয়ে আজই এগুলো প্রয়োগ করুন।