ঢাকা, ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

মেট্রোরেল জলন্ত ফানুস, ভয়াবহ দূর্ঘটনা থেকে রক্ষা

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১ জানুয়ারি ২০২৩, রবিবার, ১০:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৫৮ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: ইংরেজি নতুন বছর বরণ করতে কোনো অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছিলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ডিএমপি মিডিয়া সেন্টারে গতকাল মিট দ্য প্রেসে বলেন, থার্টি ফার্স্ট উপলক্ষে কোনো আতশবাজি, পটকা কিংবা ফানুস ওড়ানো যাবে না। কিন্তু সেই নিষেধ উপেক্ষা করে সারা রাতেই ফুটানো হয়ে আতশবাজী, পটকা ওড়ানো হয়েছে ফানুস। ওড়ানো জলন্ত ফানুস এসে আটকে গেছে মেট্রোরেলের বৈদ্যুতিক তারে। দুর্ঘটনা এড়াতে মেট্রোরেলের চলাচল দুই ঘণ্টা বন্ধ রাখা হয়েছে।

আজ রবিবার (১ জানুয়ারী) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ভয়াবহ দূর্ঘটনা এড়াতে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় মেট্রোরেলের ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফানুস অপসারণ করা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডর ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, গতরাতে ওড়ানো অনেক ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারে এসে পড়েছে।

তিনি আক্ষেপ করে বলেন, আমাদের কবে বিবেক জাগ্রত হবে জানি না। ফানুস ওড়ানো বন্ধ করা হয়েছে। তারপরও আমরা নিয়ম ভেঙে রাতে ফানুস ওড়ালাম এবং আতশবাজি ফাটালাম। ফানুসের ফলে মেট্রোরেলের বৈদ্যতিক তারে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত।  

এখন পর্যন্ত ১৫ টির মত পোড়া ও আধাপোড়া ফানুস অপসারণ করা হয়েছে বলে জানান ডিএমটিসিএলের রক্ষণাবেক্ষণ কর্মচারী সাদ্দাম হোসেন। সবগুলো অপসারণ হলেই রেল চলাচল শুরু হবে বলে জানান তিনি।

জাতীয় থেকে আরও পড়ুন

banglahour
উপজেলা নির্বাচন অংশগ্রহণ
৪৫ জনকে কারণ দর্শানোর নোটিশ দিল বিএনপি

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com