ঢাকা, ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

তিন উপদেষ্টার অপসারণের দাবিতে সচিবালয় অভিমুখে বিক্ষোভ

সচিবালয় | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ৭:৪২ অপরাহ্ন

banglahour

অন্তর্বর্তী সরকারের ‘বিতর্কিত উপদেষ্টা’ আসিফ নজরুল, আলী ইমাম মজুমদার ও মোস্তফা সরয়ার ফারুকীর অপসারণের দাবিতে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল হয়েছে।  

মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘রক্তাক্ত গণঅভ্যুত্থানের স্পিরিট ধ্বংসকারী বিতর্কিত সব উপদেষ্টাদের অপসারণ, বিপ্লবীদের নিয়ে সরকার পুনর্গঠন, আওয়ামী দোসর আমলাদের বহিষ্কার, বাজার সিন্ডিকেট উৎপাটনের’ দাবিতে 'বিপ্লবী ছাত্র-শ্রমিক জনতা ও সমমনা বিভিন্ন সংগঠন’ এর ব্যানারে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

এ সময় তারা প্রেস ক্লাব সংলগ্ন সচিবালয়ের রাস্তায় প্রবেশ করতে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। বাধার মুখে সেখানে তারা অবস্থান নিয়ে সরকারকে দাবি বাস্তবায়নে নানান হুঁশিয়ারি দিয়ে কর্মসূচি শেষ করেন।

এ সময় বক্তারা বলেন, যারা স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাতে আন্দোলন সংগ্রাম করেছে, তাদের দিয়ে বিপ্লবী সরকার গঠন করতে হবে, না হয় নির্বাচন দিন। কথা আমাদের স্পষ্ট, হয় আওয়ামী দোসররা থাকবে, না হয় আমরা থাকবো।

তারা আরও বলেন, যে উদ্দেশ্য নিয়ে জুলাই-আগস্টে রক্ত-প্রাণ দিয়েছি তার বাস্তবায়ন এখনও আমরা দেখিনি। যারা প্রবাসে থেকে আন্দোলনে কাজ করেছেন আজ তাদের সরকার চেনে না। সে কারণেই সরকার মোস্তফা সরয়ার ফারুকীর মতো অযোগ্যকে উপদেষ্টা বানিয়েছে।

বিতর্কিত উপদেষ্টারদের অপসারণ না করলে আগামীতে আবার রাস্তায় নামার হুঁশিয়ারি উচ্চারণ করে তারা বলেন, বিপ্লবীদের রক্তের সঙ্গে বেইমানি আমরা মানবো না।

সচিবালয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com