ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে কাঠামোগত সংস্কারের আহ্বান আরএসএফ-এর

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ২:৫৯ অপরাহ্ন

banglahour

ঢাকা: বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে কাঠামোগত সংস্কারের জন্য আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)। একইসঙ্গে, জুলাই-আগস্টে হত্যা মামলায় ১৪০ জনের বেশি সাংবাদিকের নাম আসা এবং এটি ‘পুরোনো আইন ও চর্চার’ ফল— এমন মন্তব্যের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছে সংগঠনটি।

আরএসএফ জানায়, ড. ইউনূসের এই বক্তব্য এক উৎসাহব্যঞ্জক পদক্ষেপ, যা সাংবাদিকদের ওপর প্রতিশোধমূলক কার্যক্রম বন্ধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে ইঙ্গিত দেয়। তাদের মতে, গত সেপ্টেম্বর থেকে শতাধিক সাংবাদিক প্রতিশোধমূলক ব্যবস্থার শিকার হয়েছেন, এবং এই অবস্থার দ্রুত অবসান হবে বলে আশা করা হচ্ছে।

সংগঠনটি তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ডেইলি স্টার পত্রিকাকে দেওয়া ড. ইউনূসের সাক্ষাৎকারের কথা উল্লেখ করে। সাক্ষাৎকারে ড. ইউনূস ১৬৭ জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি জানান, এই কার্ড বাতিলের ফলে সাংবাদিকদের কাজ করতে বাধা পড়বে না, তবে এটি তাদের সরকারি দপ্তরে প্রবেশাধিকার সীমিত করবে।

আরএসএফ আশা করে, সরকারের পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সহায়ক হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com