বিশিষ্ট ইসলামি আলোচক এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ইউরোপ সফর শেষে দেশে ফিরেছেন। শুক্রবার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই সফরের বিস্তারিত জানান।
শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, “Darul Ihsan Berlin e.V. এর আমন্ত্রণে মাত্র আঠারো দিনে শিল্প-সাহিত্য ও বিজ্ঞানের কেন্দ্র ইউরোপের এগারোটি দেশ সফরের সুযোগ হলো, আলহামদুলিল্লাহ।” সফরের অংশ হিসেবে তিনি জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড, বেলজিয়াম, ডেনমার্ক, পর্তুগাল, চেক রিপাবলিক এবং পোল্যান্ডে ইসলামিক কনফারেন্সে অংশগ্রহণ করেন।
এই সফর সম্পর্কে তিনি আরও লিখেছেন, “সফর মানুষের জ্ঞান, অভিজ্ঞতা এবং উপলব্ধিকে সমৃদ্ধ করে। এবারের সফরে পৃথিবীর মোড়লদের জীবন, দর্শন, সংস্কৃতি এবং তাদের দৃষ্টিভঙ্গি ও কর্মকৌশল কাছ থেকে দেখার সুযোগ হয়েছে।”
সফরের অভিজ্ঞতা থেকে একটি বই প্রকাশের পরিকল্পনার কথাও উল্লেখ করেন শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, “সফরে নিয়মিত ডায়রি লিখেছি। প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে মিলনমেলা, ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন এবং মুসলমানদের হারানো গৌরবময় অতীতের স্মৃতি দেখে খুব অনুপ্রাণিত হয়েছি। সেইসব অভিজ্ঞতা সিঞ্চন করে অচিরেই একটি বই প্রকাশের ইচ্ছা রয়েছে।”
শায়খ আহমাদুল্লাহ তার পোস্টে ইউরোপ সফরের বেশকিছু ছবি শেয়ার করেছেন, যা তার ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। এই সফরের মধ্য দিয়ে তিনি ইউরোপে প্রবাসী বাংলাদেশি এবং মুসলিমদের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করতে পেরেছেন।