ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

টেলিভিশন সঞ্চালক দীপ্তি চৌধুরীর বিরুদ্ধে ট্রল: ক্ষোভ প্রকাশ ফেসবুকে

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ৯:৫৪ অপরাহ্ন

banglahour

টেলিভিশন টক শো ‘টু দ্য পয়েন্ট’-এর সঞ্চালক দীপ্তি চৌধুরী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রলের শিকার হয়েছেন। বিশেষত বিচারপতি মানিকের বিপরীতে ধৈর্য ও ভদ্রোচিত আচরণ দেখিয়ে আলোচনায় উঠে আসার পর থেকেই তার বিরুদ্ধে নানা ধরনের মিম এবং ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে।

ট্রলের কেন্দ্রবিন্দুতে থাকা দীপ্তিকে কখনো তার পারিবারিক জীবন, শিক্ষাগত যোগ্যতা, আবার কখনো তার শারীরিক বর্ণনা নিয়ে আক্রমণ করা হচ্ছে। ফেসবুকে তার সমালোচকদের উদ্দেশে দীপ্তি প্রশ্ন তুলেছেন, "মিথ্যাচার করতে ক্লান্ত লাগে না আপনাদের?"

শুক্রবার নিজের ভেরিফায়েড ফ্যানপেজে পোস্ট দিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন:

“বডি শেমিং, ট্রলিং, পলিটিকাল হ্যারেসমেন্ট আরও কত কিছু! একটার পর একটা। ক্লান্ত লাগে না আপনাদের? একবারও বুক কাঁপে না শুধুমাত্র রাজনৈতিক জেদ থেকে এমন মিথ্যাচার করতে? আমার নিরপেক্ষতা আপনাদের জন্য সুফল বয়ে আনল না বলে এত কিছু করতে হবে? একবার ভেবে দেখবেন।”

ট্রলের বিষয়ে দীপ্তি চৌধুরী সামাজিক সচেতনতারও ইঙ্গিত দেন। তার মতে, রাজনৈতিক কারণে এমন হয়রানি অনৈতিক এবং অগ্রহণযোগ্য।

উল্লেখ্য, দীপ্তি চৌধুরী চ্যানেল আইয়ের ‘এখন কি চাই’ এবং ‘স্ট্রেইট কাট’ শো-তেও সঞ্চালকের ভূমিকা পালন করছেন। উপস্থাপনার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছেন।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com