ঢাকা, ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

গাজীপুরে সোয়েটার কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মতামত | মতামত ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ৩:২৭ অপরাহ্ন

banglahour

গাজীপুর: গাজীপুর মহানগরের ছয়দানা এলাকায় অ্যামিটি সোয়েটার্স লিমিটেড নামক একটি সোয়েটার কারখানা বন্ধ ঘোষণার পর বিক্ষুব্ধ শ্রমিকরা রোববার (২৪ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। দেড় ঘণ্টার অবরোধে মহাসড়কের উভয় পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়, যা জনসাধারণের ভোগান্তির কারণ হয়।

সকাল ৮টায় কাজে যোগ দিতে আসা শ্রমিকরা কারখানার ফটকে একটি বন্ধের নোটিশ দেখতে পান। নোটিশে উল্লেখ করা হয় যে, কারখানায় কাজ না থাকার কারণে তা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী লে-অফ থাকবে। শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া হবে, তবে উপস্থিত থাকার প্রয়োজন নেই।

এই ঘোষণায় শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়ে এবং বিক্ষোভ শুরু করে। তারা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, স্থানীয় থানা পুলিশ, এবং সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। সকাল সাড়ে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, শ্রমিকরা লে-অফ ঘোষণায় ক্ষুব্ধ হয়ে মহাসড়কে অবস্থান নেয়। পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং এখন মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

অবরোধের কারণে মহাসড়কে সৃষ্টি হওয়া যানজট ও ভোগান্তি নিয়ে স্থানীয়রা অসন্তোষ প্রকাশ করেছেন। প্রশাসন জানিয়েছে, শ্রমিকদের দাবি ও সমস্যা সমাধানে আলোচনা চালিয়ে যাওয়া হবে।

মতামত থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com