দুর্নীতি দমন কমিশন (দুদক) বর্তমানে কমিশন শূন্যতার কারণে কার্যত অচলাবস্থার সম্মুখীন। কমিশনের দায়িত্বশীল কর্মকর্তারা কেবল রুটিন কাজের মধ্যেই সীমাবদ্ধ রয়েছেন। নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ কিংবা অনুসন্ধানের কাজ শুরু করা সম্ভব হচ্ছে না, কারণ কমিশনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বর্তমানে স্থগিত।
কমিশন গঠনে রাজনৈতিক প্রভাব
বিশেষজ্ঞদের মতে, দুদক একটি স্বাধীন সংস্থা হলেও বাস্তবে এটি রাজনৈতিক নিয়ন্ত্রণের বাইরে যেতে পারেনি। সংস্থার প্রতিষ্ঠার পর থেকে ছয়টি কমিশন গঠিত হয়েছে, যার মধ্যে তিনটি কমিশন মেয়াদ পূর্ণ করতে ব্যর্থ হয়েছে। রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া কর্মকর্তাদের পরিবর্তনের কারণে সংস্থাটি বারবার অস্থিরতার মুখে পড়েছে। সর্বশেষ ২৯ অক্টোবর, আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ কমিশনের মেয়াদ পূর্তির আগেই পদত্যাগ করেছেন। এর ফলে এক মাসের বেশি সময় ধরে দুদকের কাজ স্থবির অবস্থায় রয়েছে।
আইনি জটিলতা ও কাজের অগ্রগতি
দুদক আইন বা বিধিতে কমিশন শূন্য অবস্থায় কাজ চলমান রাখার কোনো স্পষ্ট নির্দেশনা নেই। ফলে ঊর্ধ্বতন কর্মকর্তারাও নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না। তবে পুরোনো তদন্ত এবং অনুসন্ধানের কাজ চলছে। রুটিন কার্যক্রম যেমন অনুসন্ধান চলমান রাখা সম্ভব হলেও নতুন মামলা, চার্জশিট অনুমোদনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো থেমে আছে।
বিশেষজ্ঞ মতামত
দুদকের সাবেক পরিচালক নাসিম আনোয়ার বলেছেন, রাষ্ট্রপতি চাইলে বিদায়ী কমিশনকে দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে পারতেন। এতে কমিশন শূন্যতার এই অচলাবস্থা এড়ানো সম্ভব হতো। এছাড়া, আইনের নিয়ম অনুযায়ী ৩০ দিনের মধ্যে নতুন কমিশন গঠনের বিধান রয়েছে, যা এখনো সময়সীমার মধ্যে রয়েছে।
কমিশন গঠনের সুপারিশ
বিশেষজ্ঞরা মনে করেন, দুদককে কার্যকর এবং স্বাধীন করতে হলে রাজনৈতিক প্রভাবমুক্ত একটি কমিশন গঠন প্রয়োজন। এজন্য নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারকে দায়িত্বশীল এবং গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে কমিশন গঠন করতে হবে। এছাড়া, কমিশন নিয়োগের জন্য গঠিত বাছাই কমিটিকে দেশপ্রেম ও সততার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে, যাতে কোনো বিতর্কিত ব্যক্তি কমিশনের দায়িত্বে না আসেন।
দুদকের চলমান স্থবিরতা কাটিয়ে কাজের গতিশীলতা ফেরাতে দ্রুত কমিশন নিয়োগ দেওয়ার ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা।