ঢাকা, ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

নিলয়-তানিয়া জুটি ফিরল নতুন নাটকে, দুই মিলিয়ন ভিউ নিয়ে দর্শকদের মুগ্ধতা

বিনোদন | বিনোদন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৪৬ পূর্বাহ্ন

banglahour

নাটকের জগতে আলোচনার নতুন সংযোজন নিলয় আলমগীর ও তানিয়া বৃষ্টি। জনপ্রিয় এই দুই তারকা সম্প্রতি একসঙ্গে কাজ করেছেন নতুন নাটক ‘মরতে মরতে বেঁচে গেলাম’-এ। নাটকটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। ইতোমধ্যে ইউটিউবে নাটকটি দুই মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে।

নাটকটি পরিচালনা করেছেন মিতুল খান। এতে নিলয়-তানিয়ার অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মুগ্ধ করেছে। সাম্প্রতিক সময়ে আরশ খান ও তানিয়া বৃষ্টির জুটি ভেঙে যাওয়ার পর এই নতুন জুটি দর্শকদের কাছে আলাদাভাবে আলোচিত হচ্ছে।

নাটকটি নিয়ে নিলয় আলমগীর বলেন, ‘গল্পটি চমৎকার। মুক্তির পর থেকেই প্রচুর সাড়া পাচ্ছি। তানিয়ার সঙ্গে আগেও কাজ করেছি, আমাদের বোঝাপড়াটা দারুণ। দর্শক আমাদের একসঙ্গে দেখতে পছন্দ করেন, যা আমাদের জন্য আনন্দের।’

তানিয়া বৃষ্টি বলেন, ‘নিলয় সবসময়ই একজন ভালো সহকর্মী। তার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এই নাটকের গল্পটা ব্যতিক্রমী, আর দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছেন।’

নাটকপ্রেমীদের মতে, নিলয় ও তানিয়া বৃষ্টির এই নতুন জুটি ভবিষ্যতে আরও জনপ্রিয় হয়ে উঠবে। ‘মরতে মরতে বেঁচে গেলাম’ ইতিমধ্যে নাট্যজগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com