চট্টগ্রামের লালদীঘি এলাকায় সংঘর্ষের ঘটনায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ (৩৫) নামে এক আইনজীবীর মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে শোক ও সম্প্রীতি সমাবেশের ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ কর্মসূচির ঘোষণা দেয়।
সংঘর্ষের সূত্রপাত
মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী নামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রের জামিন নাকচ হওয়ার পর তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে সংঘর্ষ বাঁধে, যার মধ্যে পড়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সংগঠনের প্রতিক্রিয়া
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, "এই হত্যাকাণ্ডে যেকোনো সংগঠনের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।"
এদিকে, সংগঠনটি বুধবার দুপুর ২টায় ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে শোক ও সম্প্রীতি সমাবেশ আয়োজনের ঘোষণা দেয়। ফেসবুক পোস্টে বলা হয়, "আমাদের শহিদ ভাইয়ের শোককে সম্প্রীতির শক্তিতে পরিণত করব।"
হত্যাকাণ্ডের তদন্ত ও দাবি
এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি উঠেছে। তবে সাইফুল ইসলামের মৃত্যুর জন্য সরাসরি কে বা কারা দায়ী, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সংশ্লিষ্ট প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং জড়িতদের শনাক্ত করার জন্য তদন্ত চলছে বলে জানিয়েছে।
সাম্প্রতিক এই সংঘর্ষের ফলে চট্টগ্রাম এবং ঢাকা উভয় স্থানে উত্তেজনা বিরাজ করছে। সম্প্রীতির আহ্বানে প্রস্তাবিত এই সমাবেশ সামাজিক ঐক্য পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।