সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় চট্টগ্রামে আদালত এলাকার অদূরে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিতে তিন জেলায় বিক্ষোভ করেছেন আইনজীবী-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বরিশাল, চাঁপাইনবাবগঞ্জ ও মানিকগঞ্জ জেলায় এসব বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় তারা, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ন্যায়বিচার দাবি করেন।
চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার এবং সারাদেশে সাম্প্রদায়িক উসকানি ও হামলা রুখে দাঁড়ানোর দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।
বৃহস্পতিবার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিপ্লবী কমিউনিস্ট লীগের বরিশাল জেলার সম্পাদক নৃপেন্দ্রনাথ বাড়ৈ। বক্তব্য দেন সিপিবির মিজানুর রহমান সেলিম, দুলাল মজুমদার, বাসদের শহিদুল হাওলাদার।
সমাবেশে বক্তারা বলেন, আদালত হচ্ছে বিচার পাওয়ার জায়গা। সেখানেই যদি একজন আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করা হয় তাহলে সেটা দেশের মানুষের জন্য আশঙ্কাজনক। বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে মৌলবাদী গোষ্ঠী সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে, সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করার চেষ্টা করছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান সরকারকে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্রিয় হতে হবে।
একই স্থানে অমৃত লাল দে মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরাও ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেন।
এর আগে সকালে বরিশাল জেলা দায়রা জজ আদালতের সামনে আইনজীবীরা বিক্ষোভ করেন।
‘সাধারণ আইনজীবী’র ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন আলী হায়দার বাবুল, সুফিয়া বেগম, সাদিকুর রহমান লিংকন, হাফিজ উদ্দিন আহমেদ বাবলু।
বিক্ষোভ সমাবেশে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন আইনজীবীরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এ ছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রতিবাদী মানববন্ধন করা হয়। সেখানে শিক্ষার্থীরা আইনজীবী হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছেন।
চট্টগ্রামে আইনজীবী হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।
দুপুর ১২টার দিকে বারঘরিয়ার পলিটেকনিক ইন্সটিটিউটের ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে জড়ো হয়। পরে বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি শহরের নিউমার্কেট এলাকায় এসে শেষ হয়।
এ সময় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম, শিক্ষার্থী মাহফুজ, মুসফিক।
শিক্ষার্থীরা ইসকনকে নিষিদ্ধের দাবি জানান।
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার এবং ইসকন নিষিদ্ধের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে ‘সর্বস্তরের তৌহিদী জনতা’ ব্যানারে বিক্ষোভ মিছিলটি মানিকগঞ্জ সদর হাসপাতাল মসজিদের সামনে থেকে শুরু হয়ে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
বক্তারা বলেন, ৫ অগাস্টের পর থেকে স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য কাজ করছে। তারই ধারাবাহিকতায় ইসকন স্বৈরাচারের অ্যাজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে তারা। অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করতে হবে।
এ সময় মানিকগঞ্জ দুধ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল্লাহ আল ফিরোজ, খেলাফত মজলিস মানিকগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক ওমর ফারুক, সদস্য রমজান মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শেখ মাহবুব উপস্থিত ছিলেন।