ঢাকা, ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভয়েস অফ আমেরিকার জরিপে নতুন তথ্য

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১২:৫৭ অপরাহ্ন

banglahour

ঢাকা, বাংলাদেশ: সম্প্রতি ভয়েস অফ আমেরিকার এক জরিপে দেখা গেছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি কার্যকর। জরিপে উঠে আসা তথ্য অনুযায়ী, বিশেষত হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ কমিয়ে আনার ক্ষেত্রে বর্তমান সরকারের ভূমিকা প্রশংসনীয় বলে মনে করছেন অনেকে।

জরিপের ফলাফল

অক্টোবর মাসের শেষ দিকে পরিচালিত এই জরিপে ১০০০ জন উত্তরদাতার মধ্যে ৬৪.১ শতাংশ জানিয়েছেন, বর্তমান সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা বেশি দিচ্ছে। ১৫.৩ শতাংশ মনে করেন পরিস্থিতি খারাপ হয়েছে এবং ১৭.৯ শতাংশ বলছেন, পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা

মুসলিম এবং অমুসলিমদের মধ্যে নিরাপত্তা নিয়ে ধারণায় পার্থক্য লক্ষ্য করা গেছে। মুসলিম উত্তরদাতাদের মধ্যে ৬৬.১ শতাংশ নিরাপত্তার উন্নতি হয়েছে মনে করেন, যেখানে সংখ্যালঘু উত্তরদাতাদের মধ্যে এই হার ৩৯.৫ শতাংশ। তবে সংখ্যালঘুদের একটি অংশ মনে করেন, অতীতের তুলনায় তাদের নিরাপত্তা কিছুটা হলেও বেড়েছে।

সংখ্যালঘুদের স্বস্তি ও শঙ্কা

ঢাকার বাসিন্দা জয়তী সরকার বলেন, “আগের সরকারের সময় রাত ১১টায় বাইরে থাকলেও ভয় লাগত না, কিন্তু এখন ভয় কাজ করে।” তবে তিনি আরও যোগ করেন, “আগের সরকারের আমলে আমাদের অনেক জমি দখল করা হয়েছে। দখলকারীরা এখন আর নেই, যা কিছুটা স্বস্তি দিয়েছে।”

প্রশাসনের ভূমিকা

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনী মোতায়েন করে সংখ্যালঘুদের রক্ষা করতে তৎপর হয়েছে। সাধারণ মানুষ, ধর্মীয় গোষ্ঠী এবং রাজনৈতিক নেতাদের সহযোগিতায় সংখ্যালঘুদের উপাসনালয় রক্ষায় ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে গত কয়েক মাসে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

আন্তর্জাতিক উদ্বেগ

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আরও পদক্ষেপ প্রয়োজন। আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি গুরুত্বসহকারে দেখতে হবে।”

ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

সংখ্যালঘুদের নিরাপত্তা উন্নত হলেও ভবিষ্যৎ নিয়ে শঙ্কা রয়েছে। মানবাধিকার কর্মী নুর খান বলেন, “বর্তমান সরকারের কিছু পদক্ষেপ প্রশংসনীয় হলেও, আগামী দিনগুলোতে কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।”

সরকার, স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষ একত্রে কাজ করলে বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা আরও জোরদার হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com