ঢাকা, ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ঢালিউড তারকা সোহেল রানার নতুন রাজনৈতিক দলের ঘোষণা নিয়ে বিভ্রান্তি

বিনোদন | বিনোদন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১:০০ অপরাহ্ন

banglahour

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিক মাসুদ পারভেজ সোহেল রানা নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। দলটির প্রাথমিক নাম ‘বাংলাদেশ ইনসাফ পার্টি’ (বিআইপি) এবং লোগোতে ব্যবহার করা হয়েছে শান্তির প্রতীক পায়রা। গত ৩ অক্টোবর রাজধানীর একটি হোটেলে দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন সোহেল রানা। তবে এর মধ্যেই তার নাম ব্যবহার করে ভুয়া প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বর্ষীয়ান এ অভিনেতা।

ভুয়া প্রচার নিয়ে সতর্কবার্তা

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে সোহেল রানা সতর্কবার্তা দেন। তিনি জানান, তার নাম ব্যবহার করে একটি নতুন পার্টির প্রধান অতিথি হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে গুজব ছড়ানো হচ্ছে। তবে এর সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন।

পোস্টে তিনি লিখেছেন:

“আমাকে প্রধান অতিথি করে একটি নতুন পার্টি আত্মপ্রকাশ করতে যাচ্ছে, এ ধরনের একটি দাওয়াত নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। কিন্তু আমি স্পষ্ট করতে চাই— এমন কোনো দাওয়াত আমি গ্রহণ করিনি এবং ওই পার্টির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। সবাইকে বিভ্রান্তি এড়ানোর অনুরোধ করছি।”

সোহেল রানার রাজনীতি ও সিনেমার যাত্রা

সোহেল রানা শুধু ঢালিউডের একজন ড্যাশিং হিরো নন; তিনি মুক্তিযুদ্ধের সময় থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন। ছাত্রজীবনে তিনি ময়মনসিংহের আনন্দমোহন কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন।

  • ১৯৬৫ সালে বৃহত্তর ময়মনসিংহ ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
  • ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সহকারী সাধারণ সম্পাদক।
  • ১৯৬৮ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।

পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দিলেও একসময় তা ত্যাগ করেন। বর্তমানে নতুন রাজনৈতিক দল গঠন করে সরব হয়েছেন রাজনীতিতে।

ভক্তদের প্রতিক্রিয়া

সোহেল রানার সতর্কবার্তা ভক্তদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
এক ভক্ত লিখেছেন:

“আপনি একজন সম্মানিত মুক্তিযোদ্ধা। আপনাকে সালাম। ডোরাকাটা দাগ দেখে বাঘ চিনা যায়।”

অন্য একজন মন্তব্য করেন:

“ধন্যবাদ ভাইয়া, অনেক পোস্ট হয়েছে আমিও দেখেছি, কিন্তু আপনার আইডি থেকে পোস্ট না হওয়ায় বুঝতে পেরেছি এটি ভুয়া।”

চলচ্চিত্রে অবদান

সোহেল রানা বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণাঙ্গ চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক। এই চলচ্চিত্রের শুটিংয়ে আসল অস্ত্র ব্যবহার করা হয়। অভিনয়, প্রযোজনা ও পরিচালনায় তার বিশাল অবদানের জন্য তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

নতুন রাজনৈতিক যাত্রার সম্ভাবনা

নতুন রাজনৈতিক দল বাংলাদেশ ইনসাফ পার্টি (বিআইপি) নিয়ে ইতিমধ্যেই আলোচনার ঝড় উঠেছে। সোহেল রানার অতীত অভিজ্ঞতা ও কর্মগুণ তার রাজনৈতিক যাত্রায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন অনেকে।

এখন দেখার বিষয়, নতুন এই উদ্যোগ কতটা সফল হয় এবং সোহেল রানার রাজনীতি কীভাবে দেশের জনগণের ওপর প্রভাব ফেলে।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com