ঢাকা, ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

আতিফের কনসার্ট ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

বিনোদন | অনলাইন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৩:২৬ অপরাহ্ন

banglahour

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম শুক্রবার (২৯ নভেম্বর) রাতে আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে গান গাইবেন। তার এই কনসার্ট ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী।


কনসার্টে নিরাপত্তার বিষয়টি আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করে জানানো হয়, ভেন্যুতে পুলিশ সদ্যসর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও উপস্থিত থাকবে। কোনোরকম অনাকাঙ্খিত ঘটনা মোকাবিলায় তারা প্রতিনিয়ত নজর রাখবে। মোবাইল ফোন ব্যতীত কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস ও ব্যাগ নিয়ে কাউকেই প্রবশে করতে দেওয়া হবে না।

ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের এই কনসার্টে পারফর্ম করতে একদিন আগে ২৮ নভেম্বর ঢাকায় পৌঁছেছেন আতিফ। কনসার্টটি আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। তাদের পক্ষ থেকে জানানো হয়, আজ রাত ৮টার পর মঞ্চে উঠবেন তিনি।


এর আগে মঞ্চে সংগীত পরিবেশন করবে সংগীতশিল্পী তাহসান খান, ব্যান্ড কাকতাল ও আরেক পাকিস্তানি শিল্পী আবদুল হান্নান।


এ ছাড়া এই কনসার্টে বিশেষ চমক থাকবে, যা এখনই প্রকাশ করছে না আয়োজক কমিটি।


বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে কনসার্টটি শুরু হবে বিকেল ৫টায়। দুপুর ১টায় দর্শকের জন্য গেট খুলে দেওয়ায় হয়েছে।


এর আগে আতিফ ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে প্রথমবার ঢাকায় আসেন। এরপর ২০১৬ সালে ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’য় অংশ নিতে দ্বিতীয়বার বাংলাদেশ সফর করেন। সবশেষ গত এপ্রিলে ঢাকায় পারফর্ম করেন তিনি।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com