ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস, ১৭ বছর পর জাহাঙ্গীর আলমের মুক্তি

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ১ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৭:০০ অপরাহ্ন

banglahour

ঢাকা: বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাস পাওয়ার পর ১৭ বছর পর মুক্তি পেলেন গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম। রোববার সকালে হাইকোর্টের দেওয়া এই রায়ে মামলার অভিযোগপত্র অবৈধ ঘোষণা করা হয়। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

জাহাঙ্গীর আলমের কন্যা সাফাজ হুমাইরা জানান, তার পুরো শৈশব বাবাকে ছাড়া কেটেছে। তিনি বলেন, “আমার বয়স যখন চার মাস, তখন আব্বুকে গ্রেফতার করা হয়। আমি তাকে চিনতাম না। আজ, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ার সময়, প্রথমবারের মতো আব্বুকে বাসায় ফিরতে দেখলাম। আমি খুবই খুশি।”

জাহাঙ্গীর আলমের পরিবার দাবি করেছে, তার নাম ও বাবার নাম অন্য একজন আসামির সঙ্গে মিলে যাওয়ায় তাকে ভুলভাবে গ্রেফতার করা হয়েছিল। তার বোন জানান, “গ্রেফতারের পর এক মাস গুম করে রাখা হয়েছিল। এরপর থেকেই মামলার কার্যক্রম চলতে থাকে। এত বছর ধরে তিনি অন্যায়ের শিকার ছিলেন।”

জাহাঙ্গীর আলম ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তার বাবার ব্যবসা পরিচালনা করতেন। তাকে গ্রেফতার করার পর থেকে পুরো পরিবার তার মুক্তির জন্য অপেক্ষায় ছিল।

হাইকোর্টের রায়ে খালাস পাওয়ার পর তিনি পরিবারের কাছে ফিরে গেছেন। তার মুক্তিতে পরিবারের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও স্বস্তি দেখা গেছে।

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় আপিলের রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি খালাস পান। আদালতের এই রায় নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com