ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা মেহেদী হাসান মিন্টু (৪৬) একটি হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন। শনিবার সন্ধ্যায় নগরকান্দার তালমার মোড় এলাকা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের প্রেক্ষাপট:
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে সিঅ্যান্ডবি ঘাট এলাকায় বিএনপি-সমর্থিত প্রার্থী চৌধুরী কামাল ইবনে ইউসুফের পক্ষে পোস্টার সাঁটানোর সময় হিরু শেখ নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে মেহেদী হাসান মিন্টুর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছেলে রুমন শেখ ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এছাড়া, ফরিদপুর শহরের কমলাপুর এলাকার বাসিন্দা আজাদ শেখ তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আরেকটি মামলা করেন।
পুলিশের বক্তব্য:
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কবির আহমেদ জানান, রোববার মেহেদী হাসান মিন্টুকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে বলে তিনি উল্লেখ করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, মিন্টুর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। আপাতত তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, পরবর্তীতে সন্ত্রাসী মামলায়ও গ্রেফতার দেখানো হবে।
রাজনৈতিক প্রেক্ষাপট:
মেহেদী হাসান মিন্টু যুবলীগের ডিক্রিরচর ইউনিয়ন শাখার আহ্বায়ক এবং সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তার গ্রেফতারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও তথ্য উদঘাটনের চেষ্টা করা হবে।