ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ভারত সরকার বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করলে তারাই ক্ষতিগ্রস্ত হবে: ড. সাখাওয়াত হোসেন

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৬:০৫ অপরাহ্ন

banglahour

নারায়ণগঞ্জ: ভারত সরকার গায়ে পড়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করলে তারাই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের পাশে বিশ্বব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটিএর নির্মাণাধীন মাল্টিপারপাস প্রকল্প পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. সাখাওয়াত হোসেন বলেন, "ভারতের কিছু রাজনীতিবিদ ও গণমাধ্যম নির্বাচনী ফায়দা লুটতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তবে আমরা আশা করি, ভারত সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না যা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর। বাংলাদেশে ১৮ কোটি মানুষের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে ভারত নিজেই ভালো থাকতে পারবে না।"

তিনি আরও বলেন, "ভারত একটি বৃহৎ দেশ। প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখা তাদের জন্যই মঙ্গলজনক। সম্পর্ক নষ্ট হলে বাংলাদেশের চেয়ে ভারতেরই ক্ষতি বেশি হবে।"

নদী দখল ও দূষণ রোধে কার্যকর ব্যবস্থা

দেশের নদীগুলোর দূষণ ও দখল রোধে নৌ পরিবহণ মন্ত্রণালয় পরিবেশ মন্ত্রণালয়কে সব ধরনের সহযোগিতা করবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, "নদী রক্ষা কমিশনের মাধ্যমে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। বড় দখলদারদের বিরুদ্ধে বাধা সত্ত্বেও পদক্ষেপ নেওয়া হবে।"

গার্মেন্টস খাতের সংকট নিয়ে মন্তব্য

গার্মেন্টস খাতে শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, "শ্রমিকদের কোনো দোষ নেই। ষড়যন্ত্রকারীরা শিল্প খাতে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। বেশ কিছু গার্মেন্টস ব্যাংক ঋণ খেলাপির কারণে বন্ধ হয়েছে। এ বিষয়ে সরকার আগামী সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেবে।"

উক্ত অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, এবং বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ উদ্দিন উপস্থিত ছিলেন।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com