ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ব্রিটিশ হাইকমিশনারের কাছে পাচারকৃত অর্থ ফেরত চাইলেন মাহফুজ

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ৫:৩৭ অপরাহ্ন

banglahour

শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে বড় অঙ্কের টাকা ব্রিটেনে পাচার হয়েছে। সেসব টাকা ফেরত চেয়ে পদক্ষেপ নিতে ব্রিটিশ হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।


বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানান তিনি।

সারাহ কুককে উপদেষ্টা মাহফুজ বলেন, পাচার হওয়া টাকা আমাদের দেশ থেকে আপনার দেশে চলে গেছে। আমাদের অর্থনীতি চালানোর জন্য আমরা সেই অর্থ ফেরত চাই।


সাক্ষাতে মাহফুজ আলম নির্বাচনপ্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টিতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে বলেন, এটি আমাদের বিপ্লব, আমাদের এটি রক্ষা করতে হবে।


জুলাই বিপ্লবের আদর্শ মর্যাদাপূর্ণ ছিল উল্লেখ করে তিনি বলেন, বহু বছর ধরে বাংলাদেশের জনগণের মর্যাদা ছিল না। সুতরাং এই বিপ্লবের সঙ্গে তাদের আবেগ জড়িত। এই দেশের জনগণ সমতা এবং ন্যায়বিচারের জন্য লড়াই করেছে।

এ সময় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যতের পথ তৈরিতে যুক্তরাজ্যের সমর্থনের কথা তুলে ধরেন।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com