ঢাকা, ৬ ডিসেম্বর: বাংলাদেশকে অস্থির করার মাধ্যমে কেউ শান্তিতে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
শুক্রবার সকালে রাজধানীর শাহজাহানপুরের মৈত্রী সংঘ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সম্মেলনে তিনি বলেন, "ফ্যাসিস্ট সরকার বিজয়ের মাসকে কলঙ্কিত করেছে। হিন্দুদের ব্যবহার করে যে ষড়যন্ত্র করা হয়েছিল, তা ব্যর্থ হয়েছে। পতিত ফ্যাসিস্টদের সেই ষড়যন্ত্র আর কখনো সফল হবে না।"
ড. শফিকুল দাবি করেন, প্রতিবেশী রাষ্ট্রের প্রভাবে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়েছে। তিনি বলেন, "চট্টগ্রামের রক্ত বৃথা যাবে না। বাংলাদেশে যে ষড়যন্ত্র করা হয়েছে, তা সব দলকে আরও বেশি ঐক্যবদ্ধ করেছে।"
সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা তাদের রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন।