মুম্বাই, ৬ ডিসেম্বর: বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের জীবনে একসময় ছিল উত্থান-পতনের চক্র। একাধিক হিট ছবির নায়ক হলেও ব্যক্তিগত জীবনের বিতর্ক তার ক্যারিয়ারে ছাপ ফেলেছিল। বিশেষ করে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে তার সম্পর্ক এবং অভিনেতা সালমান খানের সঙ্গে বিরোধ নিয়ে তৎকালীন বলিউডে বিস্তর আলোচনা হয়েছিল।
এক সময় ঐশ্বরিয়াকে কেন্দ্র করে সালমানের সঙ্গে সংবাদ সম্মেলনে বিবেকের তর্কাতর্কি হয়, যা বলিউডের অন্যতম চর্চিত ঘটনা। সেই সময় বিবেক অভিযোগ করেছিলেন যে সালমান তাকে হুমকি দিয়েছিলেন। এই ত্রিকোণ সম্পর্কের জেরে বিবেকের ক্যারিয়ারে ভাটা পড়ে, এবং তিনি অভিনয় ছেড়ে ব্যবসায় মনোনিবেশ করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া ও সালমান প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিবেক বলেন, "ঈশ্বর ওদের ভালো করুন।" অভিষেক বচ্চন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি জানান, "অভিষেক একজন মিষ্টি ও ভালো মানুষ।"
এদিকে বলিপাড়ায় কানাঘুষা চলছে যে, ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চনের দাম্পত্যে সমস্যা দেখা দিয়েছে। অন্যদিকে, সালমান খান লরেন্স বিষ্ণোইয়ের পক্ষ থেকে নিয়মিত প্রাণনাশের হুমকি পাচ্ছেন। এমন প্রেক্ষাপটে ঐশ্বরিয়া ও সালমান প্রসঙ্গে বিবেকের এই মন্তব্য আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
বিবেক স্বীকার করেছেন, তার জীবন একসময় কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে। তবে এখন তিনি শান্তিতে আছেন এবং জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি পরিষ্কার। তিনি বলেন, "যদি কেউ আমাকে বাজে কথাও বলে, আমি গায়ে মাখি না। কারণ আমার জীবনের লক্ষ্য আমার কাছে পরিষ্কার।"
প্রসঙ্গত, ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশ্বরিয়া রাই। সালমানের সঙ্গে বিবেকের পুরনো বিরোধ এখন অতীত হলেও এক সময় এই সম্পর্ক বলিউডে তোলপাড় ফেলেছিল। জানা যায়, সালমানের কাছে ক্ষমাও চেয়েছেন বিবেক।