ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে: ডেপুটি হাইকমিশনারের ঘোষণা

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ৬ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ৩:৩৩ অপরাহ্ন

banglahour

করাচি, ৬ ডিসেম্বর: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এস এম মাহবুবুল আলম। এই পদক্ষেপ দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন-এর এক প্রতিবেদন থেকে জানা গেছে, শুক্রবার হায়দ্রাবাদ চেম্বার অব স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির (এইচসিএসটিএসআই) সহযোগিতায় হায়দ্রাবাদে দুই দেশের আমদানিকারক ও রপ্তানিকারকদের জন্য একটি প্রদর্শনী আয়োজনের পরিকল্পনার কথাও জানান ডেপুটি হাইকমিশনার।

মাহবুবুল আলম বলেন, ২০২৫ সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য বার্ষিক বাণিজ্য প্রদর্শনীতে অংশ নিতে পাকিস্তানের ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বাজার হিসেবে উল্লেখ করে এইচসিএসটিএসআইকে ঢাকায় একটি প্রতিনিধি দল পাঠানোর আহ্বান জানান।

বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করতে বিশেষ উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন ডেপুটি হাইকমিশনার। তিনি বলেন, "বাংলাদেশ বর্তমানে ৮০টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করে বিলিয়ন ডলার রাজস্ব অর্জন করছে। পাকিস্তানের সঙ্গে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক এই প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করবে।"

এদিকে, পাকিস্তান বাংলাদেশি নাগরিকদের জন্য বিনামূল্যে ই-ভিসা সুবিধা চালু করেছে, যা কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইনে প্রক্রিয়াকরণ করা সম্ভব। দীর্ঘদিন ধরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) বাংলাদেশি যাত্রীদের পরিবহন সেবা চালু করার আগ্রহ প্রকাশ করেছিল। সম্প্রতি বাংলাদেশিদের আগ্রহ দেখে পিআইএ নতুন করে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা শুরু করেছে।

এই উদ্যোগ দুই দেশের পর্যটন, বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ককে আরও গভীর করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com