ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

আগামী বছর রাজনৈতিক সরকার আসছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ৭ ডিসেম্বর ২০২৪, শনিবার, ১২:৫৫ অপরাহ্ন

banglahour

ঢাকা, ৭ ডিসেম্বর: দেশের মানুষ আগামী বছরই একটি রাজনৈতিক সরকার দেখতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা ও অর্থ উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) আয়োজিত এবিসিডি সম্মেলনের প্রথম সেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন।

ড. মাহমুদ বলেন, “অর্থনৈতিক ও আয় বৈষম্য এই মুহূর্তে দেশের বড় একটি দুশ্চিন্তার বিষয়। বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা জরুরি। তবে, বাংলাদেশ এখনও সেখান থেকে অনেক দূরে রয়েছে।”

তিনি আরও বলেন, উন্নত দেশগুলোতে থাকা সুযোগ-সুবিধাগুলো অব্যাহত রাখার বিষয়ে আলোচনা চলছে এবং বেশ কিছু দেশ ইতিবাচক সাড়া দিয়েছে।

অর্থনৈতিক উন্নয়নে বিশ্বব্যাংকের পরামর্শ

সম্মেলনে অংশ নিয়ে বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দরমিত এস গিল বলেন, মধ্যম আয়ের ফাঁদ থেকে মুক্ত হতে হলে বাংলাদেশকে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি মনোযোগ দিতে হবে। তিনি উদ্যোক্তা তৈরিতে জোর দেয়ার পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।

মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানোকে অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করে ইন্দরমিত বলেন, “বিদেশি বিনিয়োগ আকর্ষণে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে কৌশলী হতে হবে। সেই সঙ্গে সেবা ও উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন বাড়াতে উদ্যোগী হওয়া দরকার।”

জ্বালানি সরবরাহে দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন

সম্মেলনে বিশ্বব্যাংক আরও পরামর্শ দেয় যে, আগামীতে দেশের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি।

সম্মেলনে বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশীয় ও আন্তর্জাতিক কৌশল নিয়ে আলোচনা করা হয়।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com