ঢাকা: ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করছেন বলে জানালেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। আর তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ভারতের সাথে বহুমাত্রিক সম্পর্কে আরো সুদৃঢ করতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।
আজ বুধবার (৪ জানুয়ারী) সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তারা।
সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে ড. হাছান মাহমুদের নিজ দপ্তরে আসেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। পরে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দেশের মানুষের মধ্যে পারস্পারিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে বন্ধুত্বের সম্পর্ক এগিয়ে যাবে। এ সময় ড. হাছান মাহমুদ বলেন, শুধু অর্থনীতি আর রাজনীতি নয়, দু দেশের মধ্যে সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, কোনভাবেই সহিংস কোন আন্দোলন করতে দেয়া হবে না।