
ঢাকা: আগামী ১৪ জানুয়ারী ২০২৩ থেকে সারা দেশব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র আধুনিক ক্রীড়ার রুপকার শহীদ শেখ কামালের নামকরনে “শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩” শুরু হতে যাচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া গত নভেম্বর ২০২২-এ বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতির দায়িত্ব নেওয়ার পর তিনি বাংলাদেশে তৃণমূল পর্যায় থেকে এই প্রতিযোগিতা আয়োজন করার উদ্যোগ গ্রহণ করেন। ১৯৭৪ সালে দেশে সর্বশেষ এমন বৃহত্তর পরিসরে দেশব্যাপী এ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিলো; দীর্ঘ প্রায় ৪৮ বছর পরে আবারো তৃণমূল পর্যায়ে এ্যাথলেটিক প্রতিযোগিতা আয়োজিত হতে যাচ্ছে।
প্রতিযোগিতার প্রাথমিক সময়সূচি অনুযায়ী ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে: ১৪-২৮ জানুয়ারি ২০২; জেলা পর্যায়ে: ০১-০৫ ফেব্রুয়ারি ২০২৩; বিভাগীয় পর্যায়ে ০৯-১৩ ফেব্রুয়ারি ২০২৩ এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের সময়সূচি পরবর্তীতে নির্ধারিত হবে।
এ প্রতিযোগিতা শ্রেনীভিত্তিক ৪টি গ্রুপে ৩২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। যেমনঃ ‘ক’ ও ‘খ’ গ্রুপ (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনীর ছাত্র ও ছাত্রী) ইভেন্টঃ ১০০মি:, ২০০মি:, হাইজাম্প ও লংজাম্প। ‘গ’ ও ‘ঘ’ গ্রুপ (৯ম থেকে ১০ শ্রেণীর ছাত্র ও ছাত্রী) ইভেন্টঃ ১০০মি:, ২০০মি:, ৪০০মি:, ৮০০মি:, ১৫০০মি:, হাইজাম্প, লংজাম্প, ট্রিপুল জাম্প, জ্যাভলিন, শটপুট, ডিসকাস থ্রো ও ৪*১০০মি: রিলে।
এই প্রতিযোগিতার সকল ব্যয় নির্বাহের জন্য স্পন্সরশীপ সংগ্রহ করা হচ্ছে। এতে সরকারের কোন আর্থিক সংশ্লেষ থাকবে না।