
সাবেক আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদের ডিও লেটারে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে (চমেক) কতজন কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ, পদায়ন, বদলি করা হয়েছে সেটির অনুসন্ধান শুরু করেছে কর্তৃপক্ষ। গত ৩০ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে হাছান মাহমুদ ও তার পাঁচ ভাই এবং একান্ত সহকারীসহ দশজনের তথ্য চেয়ে চিঠি দেওয়ার পর ওই বিষয়ে অনুসন্ধান শুরু করে চমেক কর্তৃপক্ষ।
জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। জানতে চাইলে দুর্নীতি দমন কমিশন (দুদক) উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা কমলেশ মন্ডল চিঠি প্রেরণের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ ও তার পরিবারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অনুসন্ধানের অংশ হিসেবে তথ্য চেয়ে চমেক কর্তৃপক্ষের কাছে গত ৩০ ডিসেম্বর চিঠি পাঠানো হয়েছে।
চমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন সোমবার (৬ জানুয়ারি) দুপুরে দেশ রূপান্তরকে বলেন, ‘সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদের ডিও লেটারে অত্র সংস্থায় কারও চাকরি হয়েছে কিনা সে বিষয়ে আমরা অনুসন্ধান শুরু করেছি। তবে এখন পর্যন্ত কোনো কিছু পাওয়া যায়নি। তথ্য পেলে দুদককে জানিয়ে দেওয়া হবে।’