ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

মক্কায় শাহরুখ খান, গৌরীর ধর্মান্তর নিয়ে গুঞ্জন

বিনোদন | বিনোদন ডেস্ক

(১ মাস আগে) ৭ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৭:১৮ অপরাহ্ন

banglahour

সম্প্রতি বলিউড সুপারস্টার শাহরুখ খানের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাকে স্ত্রী গৌরী খান ও ছেলে আরিয়ান খানের সঙ্গে সৌদি আরবের পবিত্র মক্কায় দেখা যাচ্ছে। এ ছবিগুলোর মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে, বিয়ের ৩৩ বছর পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন গৌরী।

তবে জানা গেছে, এ ধরনের খবর ভিত্তিহীন এবং প্রযুক্তি-নির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ছবি তৈরি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এর আগেও বলিউড তারকা আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, আমির খানসহ আরও অনেককে নিয়ে এ ধরনের গুজব ছড়ানো হয়েছিল।

শাহরুখ ও গৌরীর সম্পর্ক বলিউডের অন্যতম স্থায়ী ও দৃঢ় দাম্পত্যের উদাহরণ। ২০০৫ সালে একটি টক শোতে গৌরী জানিয়েছিলেন, তারা একে অপরের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করেন। তবে গৌরী স্পষ্ট করেছিলেন, ধর্ম পরিবর্তনে তিনি বিশ্বাসী নন।

বর্তমানে শাহরুখ ও তার পরিবারের মক্কায় অবস্থানকে কেন্দ্র করে ছড়ানো এ গুজবও একই ধরনের বিভ্রান্তির অংশ বলে মনে করা হচ্ছে।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com