ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন রেজাউল করিম

অর্থনীতি | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১১ জানুয়ারি ২০২৩, বুধবার, ৩:০৩ পূর্বাহ্ন

banglahour

এস এম রেজাউল করিম

পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন এস এম রেজাউল করিম। এর আগে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের সচিব বিভাগের পরিচালক ছিলেন।

১০ জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত ১ জানুয়ারি এই পদোন্নতি পেয়েছেন তিনি। বর্তমানে তাকে কেন্দ্রীয় ব্যাংক প্রধান কার্যালয়ে বহাল রাখা হয়েছে।

এস এম রেজাউল করিম ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। এরপর বিভিন্ন পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে বিএসসি (অনার্স) এবং একই বিভাগ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন রেজাউল করিম।

তিনি বগুড়া শহরের লতিফপুর এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি মো. আব্দুল গফুর মোল্লা ও মোছা. আনোয়ারা বেগমের প্রথম সন্তান।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com