ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

প্রাথমিকে শিক্ষক বদলি শুরু, মার্চ পর্যন্ত চলমান

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ১৫ জানুয়ারি ২০২৫, বুধবার, ৩:২৩ অপরাহ্ন

banglahour

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনলাইনে একই উপজেলা বা থানায় বদলির কার্যক্রমের প্রচারণা সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, অনলাইনে বদলির কার্যক্রম জানুয়ারি থেকে শুরু হয়ে মার্চ পর্যন্ত চলমান থাকবে।

মঙ্গলবার উপসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩ এর উপাচ্ছেদ ১.১ এর নির্দেশনা অনুযায়ী অনলাইন সফটওয়্যারের মাধ্যমে জানুয়ারি ২০২৫ হতে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ কেবল একই উপজেলা বা থানায় (সিটি করপোরেশনের ক্ষেত্রে) বদলি কার্যক্রম শুরু করার জন্য সূত্রোক্ত ১ নং স্মারকে নির্দেশনা প্রদান করা হয়।

এতে বলা হয়েছে, সূত্রোক্ত ২ নং স্মারকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী শিক্ষকগণের যাবতীয় অফলাইন বা প্রশাসনিক বদলি অথবা সংযুক্তির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

অনলাইন সফটওয়্যারের মাধ্যমে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের কেবলমাত্র একই উপজেলা বা থানায় বদলির এ কার্যক্রম সফলভাবে সম্পন্নের লক্ষ্যে সংশ্লিষ্টদের অবহিতকরণ ও বিষয়টি ওয়েবসাইটে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।   

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com