
সূত্র: পিটিআই, আনন্দবাজার অনলাইন
মুম্বাই: বলিউড অভিনেতা সাইফ আলি খান নিজ বাড়িতে দুষ্কৃতকারীর হামলার শিকার হয়েছেন। গত বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত সাইফ বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার বিবরণ
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চুরির উদ্দেশ্যে সাইফ আলি খানের বাড়িতে প্রবেশ করেছিল এক যুবক। সাইফ তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত তাকে ছুরি দিয়ে ছয়বার আঘাত করে। সাইফের মেরুদণ্ডের কাছে আঘাত লাগে। তিনি বর্তমানে আইসিইউতে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
সিসিটিভি ফুটেজে অভিযুক্তের চেহারা
হামলার পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে ছুরি নিয়ে পালাতে দেখা গেছে। ফুটেজে যুবকের মুখ স্পষ্ট ধরা পড়েছে। তার পিঠে একটি ব্যাগ ছিল, আর সিঁড়ি দিয়ে নামার সময় সে সিসিটিভি ক্যামেরার দিকে তাকিয়েছিল। মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করছে।
তদন্তের অগ্রগতি
মুম্বাই পুলিশ ঘটনার তদন্তে সাত সদস্যের একটি বিশেষ দল গঠন করেছে। সাইফের বাড়ির পরিচারকদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত আগে থেকেই বাড়ির ভেতরে লুকিয়ে ছিল। সাইফের কনিষ্ঠ পুত্রের ঘরে সে অবস্থান করছিল বলে সন্দেহ। হামলাকারী সাইফের এক পরিচারিকার ওপরেও আঘাত করেছে।
সাইফের বর্তমান অবস্থা
চিকিৎসকরা জানিয়েছেন, সাইফের মেরুদণ্ডের কাছাকাছি থাকা আঘাত গুরুতর হলেও আপাতত তিনি বিপদমুক্ত। তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।
পুলিশের আহ্বান
মুম্বাই পুলিশ অভিযুক্তের ছবি প্রকাশ করেছে এবং তার বিষয়ে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ জানিয়েছে। ঘটনা নিয়ে বলিউডসহ সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।