
সূত্র: হিন্দুস্তান টাইমস
বলিউড অভিনেতা সাইফ আলী খানকে দীর্ঘ পাঁচ ঘণ্টার অস্ত্রোপচারের পর আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
লীলাবতী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নিরাজ উত্তামানি বলেন, "আজ দুপুরে সাইফকে আমাদের হাসপাতালে একটি বিশেষ কক্ষে নেওয়া হয়েছে। তিনি এখন সুস্থ আছেন এবং আশা করা যাচ্ছে, আগামী দুই-তিন দিনের মধ্যে তিনি বাড়ি ফিরতে পারবেন।"
এর আগে বৃহস্পতিবার ভোর ৫টায় সাইফের দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টার অস্ত্রোপচার সম্পন্ন হয়। জানা গেছে, তার শরীরের গভীর ক্ষত এবং মেরুদণ্ডের কাছে থাকা দুটি গুরুতর ক্ষতের চিকিৎসা করা হয়েছে। এছাড়া ঘাড়ে চারটি ক্ষত সারানোর জন্য নিউরো সার্জারি ও প্লাস্টিক সার্জারিও করা হয়।
গত বুধবার মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রায় নিজ বাসভবনে হামলার শিকার হন সাইফ। তার স্ত্রী কারিনা কাপুর খান ও দুই সন্তানকে নিয়ে তিনি বহুতল ভবনের অষ্টমতলায় বসবাস করেন। হামলার সময় তার শরীরে ছুরির আঘাত লাগে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, অস্ত্রোপচারের সময় তার শরীর থেকে ছুরির অংশ বের করা হয়েছে এবং ক্ষতগুলোর চিকিৎসা করা হয়েছে। বর্তমানে তিনি স্বাভাবিক অবস্থায় আছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন।