ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম নয়: রাশেদ

অন্যান্য | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১০:১৪ অপরাহ্ন

banglahour

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন আর সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম নেই। এটি রাজনীতিকরণের শিকার হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর আল রাজী কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশ শেষে মিছিলটি নাইটিঙ্গেল, ফকিরাপুল, দৈনিক বাংলার মোড় ও পল্টন মোড় হয়ে আল রাজী কমপ্লেক্সে এসে শেষ হয়।

সরকারকে জাতীয় কমিশন গঠনের আহ্বান
রাশেদ খান বলেন, ‘‘জাতীয় সংলাপে প্রায় প্রতিটি দল ও স্টেকহোল্ডার সরকারের সমালোচনা করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও ভ্যাট-ট্যাক্স বৃদ্ধিতে জনগণের অসন্তোষ বাড়ছে। সরকারকে সবার মতামত নিয়ে একটি ঘোষণাপত্র তৈরি করতে হবে এবং এজন্য একটি জাতীয় কমিশন গঠন করা জরুরি।’’

তিনি আরও বলেন, ‘‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন আর সকল শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে না। প্রকৃত নেতৃত্ব ও আন্দোলনকারীদের বাদ দিয়ে কমিটি গঠন হয়েছে। সরকারের উচিত জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া।’’

শহিদের সঠিক তালিকা ও ক্ষতিপূরণের দাবি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ৮৩৪ জন শহিদের গেজেট প্রকাশের প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘‘বাকি শহিদদের তালিকা কোথায়? দ্রুত সঠিক তালিকা প্রকাশ করে শহিদ পরিবারকে ১ কোটি টাকা এবং আহতদের ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।’’

পুলিশি হামলার নিন্দা
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হাসান আল মামুন ১৬ জানুয়ারি শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘‘৪৩তম বিসিএসে বাদ পড়া শিক্ষার্থীদের গেজেটভুক্ত করা হয়েছে। একইভাবে রাজনৈতিক কারণে বাদ দেওয়া এসআই প্রশিক্ষণার্থীদের পুনর্বহাল করতে হবে।’’

আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা
গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘‘গণহত্যায় জড়িতরা প্রকাশ্যে থাকলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদত্যাগ করুন।’’

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা। আরও বক্তব্য দেন শাকিল উজ্জামান, ঈসমাইল আহমেদ বন্ধন, নুরুল করিম শাকিল প্রমুখ।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com