ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ইসরাইল-হামাস যুদ্ধবিরতি: ৩৩ ইসরাইলি বন্দির বিনিময়ে ৭৩৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে তেল আবিব

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ মাস আগে) ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার, ১০:৪৭ পূর্বাহ্ন

banglahour

গাজায় দীর্ঘ ১৫ মাসের যুদ্ধ শেষে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে হামাসের হাতে আটক ৩৩ ইসরাইলি বন্দির বিনিময়ে ৭৩৭ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল। শনিবার (১৮ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে ইসরাইলি কর্তৃপক্ষ ৩৩ ইসরাইলি বন্দির বিনিময়ে ৯৫ জন ফিলিস্তিনি বন্দির তালিকা প্রকাশ করেছিল। পরে তা হালনাগাদ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

বিশিষ্ট নেত্রী খালিদা জারার তালিকায়
মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের তালিকায় পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের বিশিষ্ট নেত্রী এবং ফিলিস্তিনি আইন পরিষদের সদস্য খালিদা জারার রয়েছেন। একই তালিকায় আছেন ফিলিস্তিনি সাংবাদিক বুশরা আল-তাওয়িল, যিনি এর আগে ২০১১ সালের একটি বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে মুক্তি পেয়েছিলেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরাও তালিকায়
ইসরাইলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে, তালিকায় হামাস, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের ক্ষমতাসীন ফাতাহ আন্দোলনের কয়েকজন সদস্যের নাম রয়েছে। এদের মধ্যে অনেকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন।

যুদ্ধবিরতি চুক্তির শর্ত
ইসরাইলি মন্ত্রিসভা শুক্রবার (১৭ জানুয়ারি) এই যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে। চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতির প্রথম পর্যায় অন্তত ৪২ দিন স্থায়ী হবে। প্রয়োজন হলে এই মেয়াদ আরও বাড়তে পারে।

চুক্তি কার্যকর হবে আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে। ইসরাইল-হামাস চুক্তিটি দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের ইতি টানার আশা জাগাচ্ছে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com