ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

আটলান্টিক পাড়ি দিতে গিয়ে নৌকাডুবি, ৪৪ পাকিস্তানির মৃত্যু

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ মাস আগে) ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার, ২:৩৩ অপরাহ্ন

banglahour

আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে ৪৪ জন পাকিস্তানির মৃত্যুর খবর পাওয়া গেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন ও অভিবাসী অধিকার সংস্থা ওয়াকিং বর্ডার্স এ তথ্য নিশ্চিত করেছে।

নৌকায় ৬৬ জন পাকিস্তানি ছিলেন
ওয়াকিং বর্ডার্সের বরাতে জানা গেছে, পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়া থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশে যাত্রা করা নৌকাটিতে ৮৬ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। এদের মধ্যে ৬৬ জন পাকিস্তানি। নৌকাটি সমুদ্রে ১৩ দিন ধরে আটকা পড়ে ছিল।

উদ্ধার ও মৃত্যু
ওয়াকিং বর্ডার্সের সিইও হেলেনা ম্যালেনো এক্স (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছেন, মরক্কো কর্তৃপক্ষ বুধবার ৩৬ জনকে জীবিত উদ্ধার করেছে। তবে বাকি ৪৪ জন পাকিস্তানি নাগরিক মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের প্রতিক্রিয়া
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক এক্স পোস্টে জানানো হয়েছে, পশ্চিম সাহারার বিতর্কিত অঞ্চলের উপকূলে নৌকাটি ডুবে গেছে। বেঁচে যাওয়া পাকিস্তানিরা দাখলার একটি শিবিরে আটকা পড়েছেন। তাদের প্রয়োজনীয় সহায়তার জন্য পাকিস্তানি দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে এবং একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

মৃত্যুর কারণ নিয়ে অনিশ্চয়তা
নৌকাডুবির ফলে অভিবাসীদের মৃত্যুর সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। তবে ভুক্তভোগীদের পরিবারের দাবি, তাদের স্বজনরা নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন। তবে এই নির্যাতনের জন্য তারা কাকে দায়ী করছেন তা স্পষ্ট করেননি।

এ ঘটনার পর অভিবাসী নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার এই বিপজ্জনক পথ বহু প্রাণহানি ঘটাচ্ছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com