ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

‘গোলাপ’ সিনেমায় নিরবের নায়িকা পরীমনি

বিনোদন | বিনোদন ডেস্ক

(২ সপ্তাহ আগে) ৩ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ১১:৩৫ পূর্বাহ্ন

banglahour

ঢালিউড অভিনেতা নিরব কিছুদিন আগেই ‘গোলাপ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ফার্স্টলুক পোস্টারও প্রকাশ করা হয়েছে। তবে এতদিন ধরে অজানা ছিল, এই সিনেমায় তার বিপরীতে কে অভিনয় করবেন। এবার নিশ্চিত হওয়া গেছে, ‘গোলাপ’ সিনেমায় নিরবের নায়িকা হচ্ছেন পরীমনি

প্রথমবার জুটি বাঁধছেন নিরব-পরীমনি

‘গোলাপ’ একটি পলিটিক্যাল থ্রিলার গল্পের সিনেমা, যা পরিচালনা করবেন শামসুল হুদা। চলতি ফেব্রুয়ারিতেই ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। সিনেমাটিতে নিরবকে দেখা যাবে নাম ভূমিকায়, যেখানে তিনি অভিনয় করবেন ‘গোলাপ’ চরিত্রে। আর পরীমনি থাকছেন ‘রুপা’ চরিত্রে।

এই সিনেমা নিয়ে উচ্ছ্বসিত পরীমনি বলেন, “অনেক দিন ধরে এমন গল্পের ছবিতে কাজ করা হয়নি। এতে আমার চরিত্রের নাম রুপা, যে নাচবে, প্রেম করবে, এমনকি ফাইটও করবে। গল্প শোনার পর চরিত্রটি আমার খুব ভালো লেগেছে। এতে অনেক টুইস্ট রয়েছে, যা দর্শকদের চমকে দেবে।”

‘গোলাপ’ সিনেমার গল্প কেমন?

পরিচালক শামসুল হুদা জানিয়েছেন, ‘গোলাপ’ কোনো সিনেমার অনুকরণে তৈরি হচ্ছে না, এটি একটি মৌলিক গল্পের ছবি। তিনি বলেন, “এটি একটি সাসপেন্স থ্রিলার সিনেমা। দর্শকদের নতুন ধরনের অভিজ্ঞতা দেবে।"

এদিকে, ফার্স্টলুক পোস্টারে নিরবের সংলাপ—“এই গোলাপ সুবাস নয়, রক্ত ছড়াবে…” সিনেমাটিকে ঘিরে আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।

নিরব ও পরীমনির প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় কতটা সাড়া ফেলবে, তা এখন দেখার বিষয়।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com