
আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। তবে ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন, প্রতিবেশী প্রতিপক্ষের বিপক্ষে আলাদা কোনো পরিকল্পনা নেই।
রোহিতের নেতৃত্বাধীন ভারত এ গ্রুপে পড়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে ভারত, আর ২৩ ফেব্রুয়ারি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে বহুল প্রতীক্ষিত ম্যাচটি।
পাকিস্তান ম্যাচ নিয়ে রোহিতের কৌশলী উত্তর
সম্প্রতি এক অনুষ্ঠানে পাকিস্তানের বিপক্ষে কোনো বিশেষ পরিকল্পনা আছে কি না— এমন প্রশ্নের জবাবে রোহিত বলেছেন,
"আমরা অন্য সব দলের বিপক্ষে যেমন ক্রিকেট খেলি, পাকিস্তানের বিপক্ষেও তেমন খেলব।"
সেই সঙ্গে দলের লক্ষ্যের কথা বলতে গিয়ে তিনি আরও যোগ করেন,
"আমরা ম্যাচটি নিয়ে আলাদা কিছু করছি না। আমাদের লক্ষ্য সাধারণ— ভালো ক্রিকেট খেলা এবং সেটাই করা, যেটা দরকার।"
দর্শক-সমর্থকদের উত্তেজনা তুঙ্গে
রোহিত নিশ্চুপ থাকলেও ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকদের উন্মাদনা চরমে। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন এবং নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ না হওয়ায় আইসিসির প্রতিযোগিতাগুলোতেই একে অপরের মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও একটি বিশেষ মাত্রা যোগ করেছে ভেন্যু বিতর্ক। পাকিস্তান চেয়েছিল সব ম্যাচ নিজেদের মাটিতে আয়োজন করতে, কিন্তু নিরাপত্তাজনিত কারণে আইসিসি ম্যাচগুলো দুবাইয়ে স্থানান্তর করেছে। ফলে এটি পাকিস্তানের জন্য ঘরের মাঠের সুবিধা হাতছাড়া হওয়া এবং ভারতের বিপক্ষে শোধ নেওয়ার সুযোগ হিসেবেও দেখা হচ্ছে।
২৩ ফেব্রুয়ারির ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনা যত বাড়বে, ভারত ও পাকিস্তানের প্রস্তুতি নিয়েও তত আলোচনা চলবে। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে কে হাসবে শেষ হাসি!