ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(২ সপ্তাহ আগে) ৩ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ১:৫৮ অপরাহ্ন

banglahour

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। ভয়ভীতি প্রদর্শন ও রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে (অ্যাটর্নি জেনারেল) হয়রানি করার অভিযোগে এই তদন্ত শুরু হয়।

গত ২৬ ডিসেম্বর ইসরাইলি পার্লামেন্টের সদস্য ও বিরোধী দলীয় নেত্রী নামা লাজিমি অভিযোগটি অ্যাটর্নি জেনারেলের দপ্তরে লিখিতভাবে দাখিল করেছিলেন। তার অভিযোগের পর অ্যাটর্নি জেনারেলের দপ্তর সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেয়।

দুর্নীতি মামলায় নেতানিয়াহু এবং তার পরিবারের ভূমিকা

ইসরাইলের আদালতে চলমান ঘুসগ্রহণ ও দুর্নীতির মামলায় বেনিয়ামিন নেতানিয়াহু একাধিকবার অভিযুক্ত হয়েছেন। ২০২০ সালের মে মাসে এসব মামলার বিচার কার্যক্রম শুরু হলেও নানা কারণে এই মামলাগুলো বিলম্বিত হচ্ছে। তবে নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।

অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সারা নেতানিয়াহু তার স্বামীর দুর্নীতি মামলার বিচারের কার্যক্রম বিলম্বিত করতে বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন এবং এসব মামলার একজন প্রধান আসামিকে ভয়ভীতি প্রদর্শন ও আদালতে না আসার জন্য হুমকি দিয়েছেন। এছাড়া, তিনি অ্যাটর্নি জেনারেল এবং তার সহকারীসহ অন্যান্য কর্মকর্তাদের হয়রানি করতে বিক্ষোভ মিছিলের আয়োজনও করেছেন।

ইসরাইলি পুলিশের তদন্ত

পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগের কর্মীদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এখন দেখার বিষয়, তদন্তের ফলস্বরূপ কোনো আইনি পদক্ষেপ নেয়া হয় কিনা।

এদিকে, এই ঘটনাটি ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে নেতানিয়াহু এবং তার পরিবার এই অভিযোগগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছেন।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com