
আজ ২২ অক্টোবর ২০২১ শুক্রবার, সকাল ১১.০০ টায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক পরিচালিত বিশেষজ্ঞ চেম্বার কমপ্লেক্স এবং এক্সিকিউটিভ স্বাস্থ্যসেবা কেন্দ্র, উত্তরা এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, জনাব মোঃ আতিকুল ইসলাম। অনুষ্টানটি সভাপতিত্ব করেছেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৫১ নং ওয়ার্ড কাউন্সিলার জনাব মোঃ শরিফুর রহমান এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব জনাব মোহাম্মদ সাইফ উদ্দিন ও ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্কের সিইও ডা. এম এ সামাদ।
বিশেষজ্ঞ চেম্বার কমপ্লেক্স এবং এক্সিকিউটিভ স্বাস্থ্যসেবা কেন্দ্র, উত্তরা সেন্টারটিতে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসাসেবা ও উন্নতমানের মেডিকেল পরীক্ষা করার সুব্যবস্থা আছে, যা উত্তরার জনগোষ্ঠীর চিকিৎসাসেবায় যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা করা যাচ্ছে।