banglahour

বাণিজ্য মেলায় মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা করায় জরিমানা

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১৬ জানুয়ারি ২০২৩, সোমবার, ৯:৩১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:১৪ পূর্বাহ্ন

ঢাকা:  বাণিজ্য মেলায় বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং মেয়াদ ও মূল্যবিহীন পণ্য বিক্রি করায় ৩টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (৯ জানুয়ারি) ভোক্তা অধিদফতরের উপপরিচালক (প্রচার ও প্রকাশক) আতিয়া সুলতানার নেতৃত্বে মেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (প্রচার ও প্রশিক্ষণ) জনাবা আতিয়া সুলতানা এর নেতৃত্বে নিয়মিত মনিটরিং করা হয়। 

মনিটরিংয়ে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা করা, প্রতিশ্রুত পণ্য বা সেবা সরবরাহ না করা এবং মূল্যবিহীন পণ্য বিক্রি করায় ৩টি প্রতিষ্ঠানকে ১২০০০/-(বার হাজার) টাকা জরিমানা এবং সতর্ক করা হয়। 

অভিযানে সহযোগিতা করেন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (গবেষণাগার) শরিফুল ইসলাম, সহকারী পরিচালক (প্রচার) মোঃ শাহ আলম, অধিদপ্তরের কর্মচারীবৃন্দ এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিম।  জনস্বার্থে এসকল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় তারা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল